আমাদের কিছু কথা
সর্বশক্তিমান আল্লাহর রহমতে একটি মহৎ দৃষ্টিভঙ্গি ও মিশন নিয়ে বি এস বিল্ডার্স তার সম্মানিত গ্রাহকদের, মানসম্মত এবং আরামদায়ক থাকার জায়গা প্রদান করে তাদের সম্পূর্ন সন্তুষ্টির জন্য পরিবেশন করছে সু-পরিকল্পিত আবাসন ব্যবস্থা। ক্রমাগত এ দেশের মানুষ হয়ে পড়ছে বসতিহীন দিকশূন্য। একটু আবাসস্থলের আশায় মানুষ বুক বেঁধে ছুটোছুটি করছে যেখানে-সেখানে। কোথাও ঠাঁই নেই। ক্রমেই বেড়ে চলছে জীবনযাত্রার ব্যয়। অথচ এতটুকু বাসস্থান প্রতিটি মানুষের কাম্য। জীবন ও জীবিকার তাগিদে দেশের অধিকাংশ মানুষ রাজধানী ঢাকা কেন্দ্রিক। যার ফলে রাজধানী ঢাকাকে ঘিরে গড়ে উঠেছে বহু বিলাসবহুল এ্যাপার্টমেন্ট যা কেবলমাত্র বিত্তবানদের দখলে । সাধারণ মধ্যবিত্তের জন্য তা সুদূরপরাহত। সমাজ বাস্তবতা আর বিশ্ব প্রেক্ষাপটে যে হারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মধ্যবিত্তের পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না নিজের এবং পরিবারের জন্য একটি আবাসস্থল নির্মাণ করা । তবু আশা জাগে মানুষের "আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে । আর নিশ্চিত নিরাপদ হোক তার নিদ্রা যাপন আপন নিবাসে" । নিজের অ্যাপার্টমেন্টে বাস করা ঠিক একটি স্বপ্নের মতো, একটি নিরাপদ পারিবারিক-জীবন উপভোগের ক্ষেত্রে। আপনার শুভাকাঙ্খী হিসাবে আমরা বিশ্বাস করি যে “বি.এস কমপ্লেক্স” এমন এক জায়গা যেখানে আপনি আর্থিক সক্ষমতার মাধ্যমে আপনার স্বপ্নের বাড়িটি বাস্তবে পরিণত করতে পারবেন।
বি এস বিল্ডাস এই বোধ ও ভাবনাকে ধারণ করেছে, বিশেষ করে জীবন যাত্রার টানাপোড়নে যারা তটস্থ, তাদের দিকে সুদৃষ্টি রেখে রাজধানী ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড সংলগ্ন সাদ্দাম মার্কেট, শহরপল্লি আবাসিক এলাকায়, গড়ে তুলেছে আধুনিক সুবিধা সম্বলিত মনোরম স্থাপত্য শৈলীতে একটি সময়োপযোগী আবাসন প্রকল্প । মতিঝিল থেকে দশ মিনিটের দূরত্বে যা আপনাকে এনে দেবে নিরাপদ বসতির প্রতিশ্রুতি । আপনাদের কোলাহলমুক্ত পরিপূর্ণ আনন্দময় জীবন-যাপন ই আমাদের
অঙ্গীকার।
মোঃ বোরহান উদ্দিন
ব্যবস্থাপনা পরিচালক
Interior Projects
Construction
Consultancy
Design & Drawing